ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শৈলকুপায় সাবেক ও বর্তমান মেম্বারের বিরোধে প্রাণ গেল সমর্থকের  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
শৈলকুপায় সাবেক ও বর্তমান মেম্বারের বিরোধে প্রাণ গেল সমর্থকের
 

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান ইউপি মেম্বারের (সদস্য) বিরোধের জেরে সংঘর্ষে সাইদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

 

সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কেষ্টপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আশা ও বর্তমান সদস্য আব্দুল মান্নানের মধ্যে বিরোধ চলছে। সকালে আব্দুল মান্নানের সমর্থক তরিকুল ইসলাম পার্শ্ববর্তী বিএলকে বাজারে তেল আনতে যান। এসময় আশার লোকজন তাকে পিটিয়ে রক্তাক্ত করেন। এ ঘটনার জের ধরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাইদ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।  
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।