ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

শপথ নিলেন নব-নির্বাচিত ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যান-সদস্যরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
শপথ নিলেন নব-নির্বাচিত ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যান-সদস্যরা

ঢাকা: শপথ নিয়েছেন ৫৯টি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিআইসিসি আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এরপর জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

দেশের ৫৯টি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ নেন।

গত ১৭ অক্টোবর দেশের ৫৯টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আদালতের নির্দেশের কারণে নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহিম।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।