ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে দুর্লভপুর ইউপিতে চেয়ারম্যান হলেন আজম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে দুর্লভপুর ইউপিতে চেয়ারম্যান  হলেন আজম

চাঁপাইনবাবগঞ্জ: সীমানা জটিলতায় দুই দফা স্থগিতের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম। তিনি আনারস প্রতীকে ১৭ হাজার ৭৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

বুধবার (০২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতির মাধ্যমে চলে ভোটগ্রহণ।

নির্বাচনে বিজয়ী প্রর্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের আবু আহমেদ নজমুল কবির মুক্তা। তিনি ১২ হাজর ৫৯৪ ভোট পেয়েছেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বজলুর রশিদ সনু পেয়েছেন ১ হাজার ৮০৭ ভোট।

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা তাসিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ হাজার ১৪০ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান পদে গোলাম আজম নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ৮০ দশমিক ৫৪ শতকরা ভোট পড়েছে। এতে বাতিল হয়েছে ৭০ ভোট। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ অনু্ষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।