ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিশ্বনাথে ভোটকেন্দ্রের সামনে বিশৃঙ্খলা, আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
বিশ্বনাথে ভোটকেন্দ্রের সামনে বিশৃঙ্খলা, আটক ৩

সিলেট: সিলেটের বিশ্বনাথ পৌরসভার জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসা ভোটকেন্দ্রে বিশৃংখলার দায়ে তিনজনকে আটক করা হয়েছে।  

বুধবার (০২ নভেম্বর)  দুপুর ১২ টার দিকে তাদের আটক করা হয়৷  

পৌরসভা গঠনের তিন বছর পর এই প্রথমবারের মতো বিশ্বনাথে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্ক্রু ড্রাইভার প্রতীকে সবর আলী নামে এক কাউন্সিলর প্রার্থী একাধিকবার কেন্দ্রে প্রবেশ করেন।  এতে করে বিক্ষুব্ধ হয়ে ওঠেন প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীদের সমর্থকরা।  

এসময় বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ তিন বিক্ষোভকারীকে আটক করে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।  

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই কেন্দ্রের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।  

বাংলাদেশ সময়: ১২৪৫ঘন্টা, নভেম্বর ০২, ২০২২
এনইউ/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।