ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পাড়ে জামাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পাড়ে জামাইয়ের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পাড়ে আব্দুল মালেক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের বুড়িমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম এলাকার আব্দুস সোবহান মাষ্টারের ছেলে এবং পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার আবুল কালামের জামাতা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে শ্বশুর আবুল কালামের বাড়িতে বেড়াতে আসেন আব্দুল মালেক। সোমবার রাত ৮টার দিকে শ্বশুর বাড়ির পাশে রেল লাইনে হাঁটতে হাঁটতে তিনি মোবাইলে কথা বলছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।