ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিয়ায় হরিণ শিকারী চক্রের ৬ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
হাতিয়ায় হরিণ শিকারী চক্রের ৬ সদস্য আটক

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে হরিণ শিকার করা অবস্থায় শিকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মানিক চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভোলা জেলার মনপুরার উপজেলার রিয়াজ
(২৬), ফিরোজ (২৫), জুলফিকার (২৩), মজনু (৩০), মান্নান (৩২) ও দুলাল (২২)।

কোস্টগার্ড বিসিজি স্টেশন, হাতিয়ার স্টেশন কমান্ডার বাবুল আকতার সিপিও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিণ শিকার করা অবস্থায় শিকারী চক্রের প্রধান রিয়াজ ও তার ৫ সহযোগীকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে জবাই করা হরিণ, চামড়া, ফাঁদ ও ২টি চাকু জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।