ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৫১টি চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
৫১টি চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকা থেকে বিটিআরসির অনুমোদনহীন চোরাই মোবাইলসহ মো. রুবেল (৩০) নামে ১ যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।   এ সময় তার কাছ থেকে বিটিআরসির অনুমোদনহীন মোট ৫১টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়।

শনিবার (২৯ অক্টোবর) র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদন ব্যতীত বিদেশি মোবাইল মজুদ, সরবরাহ, ক্রয়-বিক্রয় বিপনণ ও প্রদর্শন করার অপরাধে মোবাইল চোরাকারবারি রুবেলকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার রুবেল মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরেই বিটিআরসির অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেট বিক্রি করে আসছিলেন।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।