ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছদ্মবেশে ১৭ বছর কবিরাজি, হয়নি শেষরক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
ছদ্মবেশে ১৭ বছর কবিরাজি, হয়নি শেষরক্ষা

ঢাকা: কবিরাজের ছদ্মবেশে ১৭ বছর ধরে পালিয়ে ছিলেন হেমায়েত নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কালো জামা-কাপড়, মাথায় পাগড়ি পরলেও চেহারায় পরিবর্তন আসেনি।

তাই হয়নি শেষ রক্ষাও। ধরা পড়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে।

বুধবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে হেমায়েতকে আটক করে র‌্যাব। বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

ইমরান খান বলেন, আটক হেমায়েত ২০০৫ সালে বাগেরহাটের চাঞ্চল্যকর মনু হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত। তিনি কবিরাজের ছদ্মবেশে গত ১৭ বছর ধরে দেশে-বিদেশে পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হেমায়েতের গ্রেফতার প্রসঙ্গে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।