ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

‘জঙ্গি’ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
‘জঙ্গি’ গ্রেফতার মো. মাহবুব হোসেন

ঢাকা: পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মো. আসলাম খান।

এর আগে, রোববার (১৬ অক্টোবর) কুষ্টিয়াতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. মাহবুব হোসেন (১৯)।

এটিইউয়ের পুলিশ সুপার আসলাম খান জানান, গ্রেফতারের সময় মাহবুবের কাছ থেকে একটি মোবাইল, তিনটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড, তিনটি উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়। মাহবুব এবং তার অন্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদের প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে ওই সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগ করতেন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিলেন তারা।

গ্রেফতার মাহবুব হোসেনের নামে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।