ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

একতা এক্সপ্রেসে বিনা টিকিটে ভ্রমণ করছিলেন ২০০ যাত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
একতা এক্সপ্রেসে বিনা টিকিটে ভ্রমণ করছিলেন ২০০ যাত্রী

রাজশাহী: বিনা টিকিটে রেল ভ্রমণ করায় পঞ্চগড়-ঢাকা রুটের একতা এক্সপ্রেস ট্রেনের ২০০ যাত্রীকে জরিমানা করা হয়েছে।  

রোববার (৯ অক্টোবর) দিনগত রাত থেকে সোমবার (১০ অক্টোবর) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

খোদ পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারই ট্রেনে ঘুরে ঘুরে বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করেন।

অভিযানের সময় একতা এক্সপ্রেস যাত্রীদের কাছ থেকে টিকিটের দাম ও জরিমানাসহ মোট ৭৫ হাজার ৩২০ টাকা আদায় করা হয়েছে।  

অসীম কুমার তালুকদার বলেন, গত রোববার (৯ অক্টোবর) দিনগত রাতে পার্বতীপুর স্টেশন থেকে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান শুরু হয়। সোমবার ভোর ৫টার দিকে ওই ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে পৌঁছে। দীর্ঘ এ যাত্রাপথে বিনা টিকিটে ভ্রমণ করায় ২০০ যাত্রীকে জরিমানা করা হয়। টিকিটের দাম ও জরিমানাসহ মোট ৭৫ হাজার ৩২০ টাকা আদায় করা হয়েছে। পরে জরিমানার সেই টাকা চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।