ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চলমান বৈশ্বিক সংকট নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ

মহিউদ্দিন মাহমুদ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
চলমান বৈশ্বিক সংকট নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রফেসর ক্লাউস সোয়াবের সঙ্গে শেখ হাসিনা

নিউইয়র্ক থেকে: করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে উন্নয়নশীল দেশগুলো খাদ্য-জ্বালানি সংকটসহ আর্থিক এবং বাণিজ্যিক দিক দিয়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের হোটেল লোটে প্যালেসে সৌজন্য সাক্ষাতে আসা বিশ্ব অর্থনৈতিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াবের কাছে এ উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

পরে পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে এ কথা জানান।

লিখিত বক্তব্যে আব্দুল মোমেন বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী করোনা ও ইউক্রেন সংকটের প্রেক্ষিতে উন্নয়নশীল দেশগুলো যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


রাবাব ফাতিমা ও প্রধানমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রী বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলা, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বাণিজ্যের প্রসারের বিষয়ে বাংলাদেশ ও ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের মধ্যে সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। আগামী জানুয়ারিতে দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সামিটে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রফেসর ক্লাউস সোয়াব।

ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রী জানান, বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  স্লোভেনিয়ার রাষ্ট্রপতি বোরুট পাহর এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এরপর জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইকুয়েডরের রাষ্ট্রপতি গুইলারমো লাসোর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও ইকুয়েডরের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।  

তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রসমূহের জন্য জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধি রাবাব ফাতিমা। তাকে জাতিসংঘে আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ওএইচআরএলএলএস এর উচ্চ প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।


নিক ক্ল্যাগ ও প্রধানমন্ত্রী

শেষ বিকেলে হোটেল লোটে প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের সাবেক উপপ্রধানমন্ত্রী নিক ক্ল্যাগ। সাক্ষাতে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য অর্জনের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

এছাড়া তথ্যপ্রযুক্তি বিষয়ে বাংলাদেশ ও মেটার মধ্যে সহযোগিতার সম্ভাবনাময় দিকগুলো নিয়েও আলোচনা হয়।

নিক ক্ল্যাগ বর্তমান সরকারের সময়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইন্টারনেট ভিত্তিক ব্যবসা-বাণিজ্যের প্রসারে চলমান ধারায় মেটার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এমইউএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।