ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্ম ও সামাজিক সম্প্রতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
ধর্ম ও সামাজিক সম্প্রতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

বরিশাল: ধর্ম ও সামাজিক সম্প্রতি রক্ষায় সবাইকে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম। সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় কোনো প্রকার অপপ্রচার, মিথ্যা ও গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করারও তাগিদ দেন তিনি।

 

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএমপি সদর দফতর সম্মেলন কক্ষে বরিশাল নগরের মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার এ কথা বলেন।

এ সময় ইমামরা বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনারের কাছে তাদের মতামত তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সদর দফতর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার
(দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খাঁন মুহাম্মদ আবু নাসেরসহ বিএমপির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।