ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

নভেম্বরেই হবে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
নভেম্বরেই হবে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন

জামালপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে।  

আগামী মাসে নির্বাচনের সিডিউল ঘোষণা করা হবে।

তবে এটা নির্ভর করে নির্বাচন কমিশনের ওপর। এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এখন ওনারা সিডিউল ঘোষণা করলেই নির্বাচন হবে, যোগ করেন মন্ত্রী।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে সদর উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের শুনানি গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, এরই মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড ও সনদ বিতরণ প্রায় ৪০ জেলায় শেষ হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে সব জেলায় বিতরণ কার্যক্রম শেষ হবে।

শুনানি গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত সচিব এসএম মাহবুবুর রহমানসহ অনেকে।

এর আগে রাতে জামালপুর এসে তিনি সার্কিট হাউজে ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।