ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামগড়ে অর্ধ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
রামগড়ে অর্ধ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় ৫৩ লাখ ১২ হাজার ৩২৫ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবির রামগড় ৪৩ ব্যাটালিয়ন।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিজিবি রামগড় ব্যাটালিয়ন বাস্কেট গ্রাউন্ডে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ২৫৪ বোতল বিদেশি মদ, ২৩১ বোতল বিয়ার, ৫৫০ বোতল ফেন্সিডিল, ১০৫ পিস ইয়াবা, সাড়ে ১৮ কেজি গাঁজা, ৭০ লিটার চোলাই মদ, ৯৫ প্যাকেট চোলাই মদ ও ৫ বোতল সঞ্জবনী সুরা।

বিজিবি ৪৩ ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে। যেকোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর।

এ সময় খাগড়াছড়ির বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীক কারবারী, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, সহকারী পুলিশ সুপার মাটিরাঙা সার্কেল মিজানুর রহমান, খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হালিম রাজ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।