ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগি উদ্ধার, ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনার যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
বগি উদ্ধার, ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনার যোগাযোগ স্বাভাবিক ছবি সংগৃহীত

ময়মনসিংহ: নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনা-জারিয়ার ট্রেন যোগাযোগ সচল হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ট্রেন চলাচল সচল হয়।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মহানগরের শম্ভুগঞ্জ এলাকায় ট্রেনটির মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়।  

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার
পর ময়মসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনা-জারিয়ার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগিটি উদ্ধার করলে রেলরুট সচল হয়।

এর আগে শনিবার (১৭ সেপ্টেম্ব) দুপুরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি এ রুটে লাইনচ্যুত হয়।  
পরে প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় ট্রেন যোগাযোগ সচল হয়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।