ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

এসএসসি পরীক্ষা চলাকালে দোকান খোলায় দিতে হলো জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
এসএসসি পরীক্ষা চলাকালে দোকান খোলায় দিতে হলো জরিমানা

বাগেরহাট: এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিয়ম ভঙ্গ করে প্রতিষ্ঠান খোলার দায়ে বাগেরহাটের চিতলমারী উপজেলায় দুটি বইয়ের ও একটি ফটোকপির দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিতলমারী বাজারে অভিযান চালিয়ে প্রতিটি দোকানকে দুই হাজার টাকা করে জরিমানার আদায়ের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা।

অর্থদণ্ডাদেশ প্রাপ্ত  দোকানগুলো হলো ভাই ভাই লাইব্রেরী, আসলাম লাইব্রেরী ও একটি ফটোকপির দোকান।

ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা জানান, চিঠির মাধ্যমে জানানোর পরও এসএসসি পরীক্ষার নিয়ম ভঙ্গ করে চিতলমারী বাজারে তিনটি দোকান খোলা ছিল। সেই অপরাধে দোকানগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭,২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।