ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য আটক প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কিশোর গ্যাংয়ের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শ নগর এলাকার ভাড়াটিয়া শাহ আলমের ছেলে সাগর (১৯), ইঞ্জিনিয়ার ইসমাইল মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া জয়নাল আবেদীনের ছেলে মো. রাব্বি (১৯), লতিফ মোল্লার বাড়ির ভাড়াটিয়া মো. আফসুর ছেলে লিমন (১৮), পারভেজ ভূইয়ার বাড়ির ভাড়াটিয়া মানিক মিয়ার ছেলে আশিক (১৯) ও পশ্চিম বক্সনগরের শাহাজাহান মোল্লার বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল রশিদের ছেলে বিল্লাল (১৮)।

পুলিশ জানায়, আটকরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এরা বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জে মারামারিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা পরস্পর যোগাসাজশে বেশ কিছুদিন ধরে পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া বা দাপট প্রদর্শন করে আধিপত্য বিস্তার করছে। এছাড়া এরা সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে।

ওসি মশিউর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।