ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পানছড়িতে এতিম শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
পানছড়িতে এতিম শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে এতিম শিশুদের শিক্ষা উপকরণ, ঘরের আসবাবপত্র বিতরণ করেছে ইউনাইটেড পারপাস ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং।  

বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে পানছড়ি উপজেলা হলরুমে এসব বিতরণ করা হয়।

ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দ্যা লাইফলং সাকসেস অব অরফান চিলড্রেন ইন বাংলাদেশ (সফল) প্রকল্পের আওতায় ক্ষুদে ডাক্তারদের এপ্রোন ও ওজন মাপার যন্ত্র এবং ব্লু স্কুল উপকরণ, এছাড়া ১৫টি স্কুল ও মাদরাসায় শিক্ষা উপকরণ কেনার জন্য ২৫ হাজার টাকা বিতরণ করে সংগঠনটি। পানছড়ি উপজেলায় তিন হাজার শিক্ষার্থী এ সুবিধা পাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা, কর্মসূচি সমন্বয়কারী বিনোদন ত্রিপুরাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।