ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
রাঙামাটিতে হরতাল প্রত্যাহার

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিল হওয়ায় রাঙামাটিতে ডাকা ৩২ ঘণ্টার হরতাল প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।  

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের একটি রেস্তোরাঁয় জরুরি সভার মাধ্যমে হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির নেতারা।

সভায় উপস্থিত ছিলেন-পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আনিসুর জামান ডালিম, যুগ্ম-সম্পাদক  রুহুল আমিন,  কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা ও রাঙামাটি জেলা কমিটির মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আসমা মল্লিক।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান সভায় বলেন, আমরা জনগণের স্বার্থে এ হরতাল প্রত্যাহার করে নিয়েছি। তবে আমরা সজাগ রয়েছি, যেন রাতের আঁধারে কোনো বৈঠক বা ষড়যন্ত্র না হয়। আমাদের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রেখেছে।

এর আগে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল, ৭ সেপ্টেম্বর রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যানের বৈঠক বাতিলসহ সাত দফা দাবিতে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) পূর্ণদিবস ও বুধবার অর্ধদিবস- মোট ৩২ ঘণ্টা হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
মঙ্গলবার বিকেল পর্যন্ত হরতাল হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।