ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় শিক্ষার্থীদের নৌকা ডুবি: নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় শিক্ষার্থীদের নৌকা ডুবি: নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলায় পদ্মার একটি শাখা নদীতে ১৩ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাজিদা (১৩) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ থাকলেও বাকি ১২ জনকে  জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের ফিল্টেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা  জানান, দুপুরে একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিলেন ১৩ শিক্ষার্থী। ফিল্টেরহাট ঘাটে মাঝি না পেয়ে তারা নিজেরাই নৌকা চালিয়ে আসার চেষ্টা করে। এক পর্যায়ে নদীর মাঝামাঝি পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে ১২ জনকে উদ্ধার করে। এ ঘটনায় সাজিদা নামে এক ছাত্রী নিখোঁজ রয়েছে। পরে স্থানীয়রা ফায়ার সাভিসকে খবর দিলে তারা  এসে উদ্ধার অভিযান চালাচ্ছে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রজব আলী শেখ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। ১২ জনকে উদ্ধার করা গেলেও এক স্কুলছাত্রী এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।