ঢাকা, সোমবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

গুইমারায় ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
গুইমারায় ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় অংথুই মারমা ওরফে আগুন (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুইমারার দেওয়ান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ইউপিডিএফ প্রসিত গ্রুপের গুইমারা শাখার সম্পাদক বলে জানা গেছে। নিহত অংথই স্থানীয় কংহ্লাউ মারমার ছেলে।

জানা যায়, সকালে অংথই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়ায় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

গুইমারা থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। আঞ্চলিক রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এডি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।