ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জের ঘটনায় বিএনপির আহত ৬ নেতাকর্মী ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
নারায়ণগঞ্জের ঘটনায় বিএনপির আহত ৬ নেতাকর্মী ঢামেকে

ঢাকা: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় শর্টগানের গুলিতে আহত ৬ জন ঢাকা মেডিক্যালল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ঘটনায় আহতরা দুপুরের দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

 

তারা হলেন, বাদল ভুইয়া (৩৮), রাসেল প্রধান (৩০) জুয়েল আরমান (৩৯), নাবিল হোসেন রবিন (২৭), নুর হোসেন (৪০) ও মানছুর আহমেদ (৩৮)।

আহতরা বলেন, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তারা নারায়ণগঞ্জ সদর দুই নম্বর রেলগেট এলাকায় জড়ো হন। তখন পুলিশ তাদের উপর অতর্কিত হামলা এবং শর্টগান দিয়ে গুলি করে। এতে তারা আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জের ঘটনায় ৬ জন আহত হয়ে ঢাকা মেডিক্যালে এসেছেন। তাদের সবার শরীরে শর্টগানের গুলি রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।