ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সবার জন্য উন্মুক্ত হচ্ছে ঢাবির নিয়মিত মাস্টার্স

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
সবার জন্য উন্মুক্ত হচ্ছে ঢাবির নিয়মিত মাস্টার্স

ঢাকা বিশ্ববিদ্যালয়: শর্ত সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ সবার জন্য উন্মুক্ত করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং এটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত হবে।

ঢাবি বহর্ভিূত শিক্ষার্থীদের জন্য এতোদিন শুধু সান্ধ্যকালীন কোর্সে ভর্তির সুযোগ ছিল। এখন থেকে এসব শিক্ষার্থীরা নিয়মিত কোর্সে ভর্তির সুযোগ পাবেন।

সভায় উপস্থিত একটি অনুষদের ডিন বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের অনার্স করার পর মাস্টার্স করার বাধ্যবাধকতা থাকে না। এ কারণে অনেক গ্র্যাজুয়েটরা মাস্টার্সে ভর্তি না হওয়ায় আসন ফাঁকা থেকে যায়। এখন থেকে সেসব আসনের জন্য বিজ্ঞপ্তি দিয়ে যোগ্যদের সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এসকেবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।