ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আখাউড়ায় গর্তে জমে থাকা পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
আখাউড়ায় গর্তে জমে থাকা পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি গর্তে জমে থাকা পানি থেকে ইলমা (৩) ও সামিয়া (সাড়ে ৩ বছর) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বনগজ গ্রামে ঘটে এ ঘটনা।

নিহত ইলমা ওই গ্রামের মো. জুয়েল মিয়া এবং সামিয়া একই গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

ধরখার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল আলিম বাংলানিউজকে জানান, বিকেল থেকে ওই দুই শিশুকে খুঁজে পাচ্ছিল না তাদের পরিবার। সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি বড় গর্তের পানিতে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। তবে কীভাবে তারা সেখানে পড়েছে তা নিয়ে কেই কিছু বলতে পারছেন না। উদ্ধারের পর শিশু দুটিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুইটি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।