ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশে ৩২ কোটি ৩১ লাখ করোনা টিকা আমদানি হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
দেশে ৩২ কোটি ৩১ লাখ করোনা টিকা আমদানি হয়েছে ফাইল ছবি

ঢাকা: দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের ৩২ কোটি ৩১ লাখের বেশি টিকা আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে ৪ কোটির বেশি মানুষকে করোনা টিকার বুশটার ডোজ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

সোমবার (২৯ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য আলী আজমের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে করোনাভাইরাস প্রতিরোধকল্পে এ পর্যন্ত (২২ আগস্ট, ২০২২) ৩২ কোটি ৩১ লাখ নয় হাজার পাঁচশত ডোজ টিকা আমদানি করা হয়েছে। গত বছরের ২২ আগস্ট পর্যন্ত ১২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৫৭৮ জনকে প্রথম ডোজ, ১২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৭৪০ জনকে দ্বিতীয় ডোজ এবং ৪ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৭৭৭ জনকে তৃতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

বাংলাদেশে সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এসকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।