ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

সারের দাম ১০ টাকা বেশি, জরিমানা ৫০ হাজার-দোকান সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
সারের দাম ১০ টাকা বেশি, জরিমানা ৫০ হাজার-দোকান সিলগালা

সিরাজগঞ্জ: সারের দাম প্রতি কেজিতে ১০ টাকা করে বেশি রাখায় সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে আমান আলী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

এছাড়াও ওই প্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই বাজারে অবৈধভাবে পণ্য গুদামজাত করায় আরও দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (২৯ আগষ্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলার বাগবাটিতে এসব অভিযান চালানো হয়।  

মাহমুদ হাসান রনি জানান, আমানত আলী ট্রেডার্সের মালিক শহিদুল ইসলাম ইউরিয়া সারের কৃত্রিম সংকট দেখিয়ে প্রতি কেজিতে ১০ টাকা বেশি নিচ্ছেলেন। আজ সেখানে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠান সিলগালা ও মালিক শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ডিজেল ও গ্যাস অবৈধভাবে গুদামজাত করায় জহিরুল ইসলাম এবং একই অভিযোগে মোয়াজ্জেম হোসেন নামে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।