ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২ সীমান্ত থেকে ৮৮ লাখ টাকার চোরাই সুপারি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
২ সীমান্ত থেকে ৮৮ লাখ টাকার চোরাই সুপারি জব্দ

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুই সীমান্ত থেকে ৮৮ লক্ষাধিক টাকার চোরাই সুপারি জব্দ করেছে চোরাচালান বিরোধী টাস্কফোর্স।

নেত্রকোনা ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

কলমাকান্দা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসেমের নেতৃত্বে চোরাচালান বিরোধী টাস্কফোর্স রোববার দিনগত গভীররাতে কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের কালাপানি ও কাঠাঁলবাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯ হাজার ৫৮৪ কেজি সুপারি জব্দ করে। যার আনুমানিক দাম ৮৮ লাখ ১২ হাজার ৮০০  টাকা।  

অভিযানে টাস্কফোর্সের ৩১ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া, সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম, লেংগুড়া কোম্পানি কমান্ডার সুবেদার মো. কামরুল ইসলাম, কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লাভলু হোসেনসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, জব্দকৃত সুপারি পরে নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।