ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আউশ ধানের মাঠ পরিদর্শনে খাদ্যমন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
আউশ ধানের মাঠ পরিদর্শনে খাদ্যমন্ত্রী  আউশের ক্ষেতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

নওগাঁ: এ বছর আউশ মৌসুম জুড়ে আবহাওয়ার বৈরীতা ছিল না। তাই অন্যান্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে।

আবার বাজারে এই ধানের দামও মিলছে বেশ চড়া। সব মিলিয়েআউশে আশা পূরণ হয়েছে কৃষকের।  

রোববার (২৮ আগস্ট) সকালে নওগাঁর বেশ কয়েকটি আউশের মাঠ পরিদর্শন শেষে একথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এ সময় মন্ত্রী বলেন, আউশ ধান উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে। পরিদর্শনের সময় স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সঙ্গে ধানের ভালো দাম পাওয়ার আশ্বাসও দেন তিনি।

এসময় ব্যবসায়ীদের হুঁশিয়ারী দিয়ে মন্ত্রী বলেন, চালের যথেষ্ট মজুদ আছে। অযথা দাম বাড়িয়ে অস্থিতিশীলতা তৈরি করবেন না।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।