ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈনিক লীগ নেতার ফেস্টুন ছিড়ে ফেলায় ছাত্রদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
সৈনিক লীগ নেতার ফেস্টুন ছিড়ে ফেলায় ছাত্রদল নেতা গ্রেফতার

হবিগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৬ আগস্ট) দিনগত রাতে জেলার নবীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।

এদিন রাত দেড়টায় বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) মো. সফিকুল ইসলাম।

গ্রেফতার হাফিজুল ইসলাম হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, সম্প্রতি জননেত্রী সৈনিক লীগ হবিগঞ্জের সভাপতি এসএম মানিক ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তারেক রহমানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্থানে ফেস্টুন স্থাপন করেন। তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সংবলিত ছিল। কিন্তু হাফিজুল এ ফেস্টুনগুলো ছিড়ে ফেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় হাফিজুলকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।