ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

সয়াবিন তেল মজুত করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
সয়াবিন তেল মজুত করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ফেনী: ফেনীতে এক হাজার ৮০ লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে ফেনীর জ্যেষ্ঠ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাড়িতে এ অভিযান চলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ফুলগাজীর ইসলামপুর গ্রামে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা। সেখানে গিয়ে ব্যবসায়ী রিপন মিয়ার বাড়িতে ১২ লিটারের ৯০ কার্টন সয়াবিন তেল পান। তেলগুলো বেশি দামে বিক্রির জন্য মজুত করে রেখেছিলেন রিপন। এ অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় এসব সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে খোলা বাজারে বিক্রির জন্য লিখিত অঙ্গীকারনামা আদায় করা হয় তার কাছ থেকে।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জ্যেষ্ঠ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।