ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে আগুন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০১২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার ভোরে ঢাকা মেইল ট্রেনে এ ঘটনা ঘটে।



সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোর পৌনে পাঁচটার দিকে সদর উপজেলার ভাতশালা রেলওয়ে স্টেশনে ঢাকা-চট্টগ্রাম রুটে এ ঘটনা ঘটে।

ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে আখাউড়া থেকে ফায়ার সার্ভিস এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মান্নান মিয়া বাংলানিউজকে জানান, ট্রেনের পাওয়ার কারে (৬০১২ নম্বর বগি) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে ১৫ থেকে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আখাউড়া রেলওয়ে স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) তৌফিক আহমেদ চৌধুরী বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

তিনি বলেন, সকাল পৌঁনে সাতটার দিকে মেইল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এরপর থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি হাসনাত খন্দকার বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না থাকলেও পাওয়ার কারটির ব্যাপক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।