ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: শিল্পমন্ত্রী

নরসিংদী: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, যুদ্ধের কারণে কিছু জিনিসের দাম বেড়েছে। যার কারণে বাজার কিছুটা অস্থিতিশীল।

এ অবস্থায় বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।  

তিনি বলেন, তারা একটু উৎফুল্ল, তারা আনন্দিত। তারা মনে করছে, আওয়ামী লীগ মাঠে নেই, চুপ হয়ে গেছে। তারা নানাভাবে ভয় দেখাচ্ছে, দেশ  শ্রীলঙ্কা হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনার সরকার অত্যন্ত শক্তিশালী। কোনোভাবেই দেশ শ্রীলঙ্কার মতো হবে না। সরকার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে।  

রোববার (২১ আগস্ট) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া এম এ মজিদ বি এম কলেজে মনোহরদী ও বেলাব উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বিএনপি জোট সরকারের প্রত্যক্ষ মদদে ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়। তারেক জিয়ার হাওয়া ভবনে এর পরিকল্পনা করা হয়। আল্লাহর অশেষ রহমতে ও কোটি কোটি নেতাকর্মীদের ভালোবাসায় নেত্রী বেঁচে যান। আমিও গ্রেনেড হামলায় আহত হয়েছি। এখনও শরীরে স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছি। এ ভয়াবহ ঘটনার রায় হলেও এর মূল কুশীলবরা এখনো ধরাছোয়াঁর বাইরে। আমরা অবিলম্বে তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, বেলাব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান তামান্না ও সাধারণ সম্পাদক আফরোজা সুলতানা রুবী এবং আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় একুশে আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।