ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
কক্সবাজারে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাবজারের সমুদ্র উপকূলে নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) বিকেল মহেশখালী ও  সোনাদিয়া চ্যানেল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেলেরা হলেন- মোহাম্মদ আবু তৈয়ব ও সাইফুল ইসলাম। নিহতদের বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

 বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম।

এর আগে শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলার। ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে করে তীরে ফিরে আরও ৮ জন।

বাংলাদেশ সময়: ০১১৭ঘন্টা, আগস্ট ২১,২০২২
এসবি/ইআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।