ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিক্ষিকার স্বামীকে ৫৪ ধারায় গ্রেফতার, হাজির করা হবে আদালতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, আগস্ট ১৫, ২০২২
শিক্ষিকার স্বামীকে ৫৪ ধারায় গ্রেফতার, হাজির করা হবে আদালতে

নাটোর: নাটোরের আলোচিত কলেজ শিক্ষক খায়রুন নাহারের স্বামী কলেজছাত্র মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে অপমৃত্যু (ইউডি) মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এ জে মিন্টু কোর্ট পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।

সেখান থেকে তাকে বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে হাজির করা হবে। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। আর এ ঘটনায় যেহেতু কোনো মামলা হয়নি, তাই শিক্ষিকার স্বামী মামুনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি বলেন, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

** শ্বাসরোধে ওই শিক্ষিকার মৃত্যু! গ্রামের বাড়িতে দাফন
** শিক্ষিকার মৃত্যু: ময়নাতদন্তে মেডিক্যাল টিম
** শিক্ষিকার মৃত্যুর ঘটনায় কলেজছাত্র স্বামী আটক
** অসম প্রেমের করুণ সমাপ্তি!

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।