ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বৈদ্যুতিক তারে বসা পায়রা ধরতে গিয়ে প্রাণ হারাল যুবক

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
বৈদ্যুতিক তারে বসা পায়রা ধরতে গিয়ে প্রাণ হারাল যুবক

নাটোর: নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক তারে বসা পায়রা ধরতে গিয়ে মো. তারেক বাবু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কাচুটিয়া এলাকায় বনলতা অটো ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারেক দিনাজপুরের নবাবগঞ্জন থানার মধ্যমমাগুড়া গ্রামের আজাদ আলীর ছেলে। তিনি ম্যাকসন সিকিউরিটি কোম্পানি থেকে নিয়োগ পেয়ে বনলতা অটো ইটভাটায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাহিদ আলী ভাটা কর্তৃপক্ষের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, প্রতি রাতেই ইটভাটার পাশে থাকা ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে কিছু পায়রা রাত্রী যাপন করে। তারেক বাবু রাত দুইটার দিকে তারে বসে থাকা পায়রা ধরতে যান। এ সময় তিনি আকষ্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

তিনি আরও জানান, রাতেই পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ জানতে অনুসন্ধান চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।