ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে ৪ যমজ নবজাতকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
বড়াইগ্রামে ৪ যমজ নবজাতকের মৃত্যু প্রতীকী ছবি

নাটোর: জন্মের পর পরই নাটোরের বড়াইগ্রামে চারটি যমজ নবজাতকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১০ আগস্ট) ভোরের দিকে উপজেলার ঋষিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নবজাতকের বাবা নিখিল দাস বাংলানিউজকে জানান, গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে তার স্ত্রী রিতা রাণী দাসের প্রসব ব্যথা শুরু হয়। পরে ভোরের দিকে নিজ বাড়িতেই তিন ছেলে ও এক মেয়ে শিশুর জন্ম দেন। জন্মের পর পরই শিশুগুলোর অবস্থা খারাপ হওয়ায় তাদের স্থানীয় আমিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুধবার সকালে যমজ শিশুদের মৃত ঘোষণা করেন। পরে বাচ্চাগুলোকে স্থানীয় শ্মশানে দাহ করা হয়। ১২ বছর পরে এই প্রথম তাদের ঘরে এক সঙ্গে চারটি যমজ বাচ্চার জন্ম হয়েছিল।

বনপাড়া আমিনা হাসপাতালের চিকিৎসক ডা. আনসারুল ইসলাম বাংলানিউজকে জানান, যমজ বাচ্চাগুলো অপরিণত অবস্থায় ভূমিষ্ট হওয়ায় তাদের মৃত্যু হয়েছে। মাত্র ২৫ সপ্তাহে বাচ্চাগুলো ভূমিষ্ট হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।