ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২২, আগস্ট ৯, ২০২২
শ্যামপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪

ঢাকা: রাজধানীর শ্যামপুরে ঢাকা ম্যাচ এলাকায় একটি স্টিল মিলে ট্রান্সফরমার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা ম্যাচ এলাকায় সালাম স্টিল মিলের গেটের ভেতরে ঘটনাটি ঘটে।

দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দগ্ধরা হলেন— আকাঈদ (২৫), মো. রনি (২৯), সুনীল চন্দ্র রায় (৪০), ও রতন (৩৫)।

তাদের হাসপাতালে নিয়ে আসা সালাম স্টিল মিলের সুপারভাইজার মো. সুমন জানান, দগ্ধ চারজনই সালাম স্টিল মিলের শ্রমিক। কাজ শেষ করে সন্ধ্যার দিকে তারা মিলের গেটের পাশে হাত-মুখ ধুচ্ছিলেন। এ সময় পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। আগুনের ফুলকি এসে তাদের শরীরে পড়েছে। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটে কর্তব্যরত চিকিৎসক জানান, ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ চারজন ইনস্টিটিউটে এসেছে। তাদের মধ্যে রতনের ২৫ শতাংশ, সুনীলের ২২ শতাংশ, রনি ও আকাঈদের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২২
এজেডএস/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।