ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, মে ১৭, ২০২৫
টঙ্গীতে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (১৭ মে) টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন।

 
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের গত এক মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে শ্রমিকরা সকালে কারখানার সামনে কর্মবিরতি পালন করেন। এক পর্যায়ে বেলা ১১টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়া মানুষ ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে শ্রমিকদের দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) একেএম জহিরুল ইসলাম জানান, এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যান। এতে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।