ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘সেই রনি’ হঠাৎ সিলেট রেলস্টেশনে!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
‘সেই রনি’ হঠাৎ সিলেট রেলস্টেশনে!

সিলেট: রেলের দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে রাজধানীর কমলাপুর স্টেশনে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি এবার সিলেট রেলওয়ে স্টেশনে এসেছেন। শুক্রবার (৫ আগস্ট) রাতে তিনি সিলেট রেলস্টেশনে এসে পৌঁছান।

সে সময় তিনি সচেতনতা সৃষ্টি করতে যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে যাত্রীদের উদ্দেশ্যে মহিউদ্দিন রনি বলেন, ‘সিলেটের মানুষ অনেক সচেতন। এখানে আসার পর আমরা তেমন কিছু পাইনি। এসে দেখলাম কোনো-কর্মকর্তা কর্মচারী শৃঙ্খলা ও দায়িত্বে অবহেলা করছেন না। এ অঞ্চলের লোকজন সচেতন বলেই এটা সম্ভব হয়েছে। তবে রেল স্টেশনে অবস্থানকালে এক ব্যক্তিকে ব্ল্যাকে টিকিট বিক্রি করতে দেখেছি। পরে তাকে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছি। ’

তিনি বলেন, ‘যদি আপনাদের কেউ রেলখাতে ভোগান্তির শিকার হন, তাহলে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযোগ করতে পারেন। অভিযোগ করে ফলাফল না পেলে আমাকে ই-মেইল করতে পারেন। আপনাদের হয়ে আমি কাজ করব। ’

রনি বলেন, ‘দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। বর্তমানে সব রেলস্টেশন শৃঙ্খলার মধ্যে রয়েছে। এটা ভালোই লেগেছে। আমরা রেল সেক্টরকে দুর্নীতি ও অব্যবস্থাপনামুক্ত দেখতে চাই। ’

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘন্টা, আগস্ট ০৬, ২০২২
এনইউ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।