ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ নূরুল আমিন (২৬) নামের আরেক রোহিঙ্গা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (০১ আগস্ট) মধ্য রাতে মধুরছড়া ক্যাম্পের চার নম্বর এক্সটেনশনের আই ব্লকে এ ঘটনা ঘটে।

মৃত নুরুল আমিন ওই ক্যাম্পের আবু শামার ছেলে।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের দুই গ্রুপে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। এ ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে বলে জানান ১৪ এপিবিএনের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।