ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৃষ্টি হলেই ডুবে যায় সড়ক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
বৃষ্টি হলেই ডুবে যায় সড়ক!

সিরাজগঞ্জ: বৃষ্টি হলেই তলিয়ে যায় সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক। এতে যান চলাচলে ভোগান্তির পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন সাধারণ পথচারিরা।

পানি নিষ্কাশনে অব্যবস্থানায় এমন অবস্থা সৃষ্টি হয় বলে দাবী স্থানীয়দের।

সোমবার (১ আগষ্ট) সকাল থেকেই সিরাজগঞ্জে থেমে থেমে বৃষ্টি হয়। টানা বৃষ্টির ফলে শহরের স্বাধীনতা স্কয়ার চত্বর থেকে এসএসএস রোডের বড় বাজার, পৌরসভা রোড, মুজিব সড়কের পামতলা মোড়, ধানবান্ধি রোডসহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যেতে দেখা গেছে। এছাড়া অনেক রাস্তাতেই দীর্ঘক্ষণ ধরে পানি জমে থাকা যেন বৃষ্টির পরে নিয়মিত ঘটনা।

স্থানীয় অনেকেই জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কগুলো ডুবে যায়। এতে তাদের দূর্ভোগের শেষ থাকে না। যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি পথচারিদের পোহাতে হয় চরম ভোগান্তি। পানি নিস্কাশনে অব্যবস্থাপনার কারণেই এ অবস্থার সৃষ্টি হয় বলে দাবী তাদের।

ব্যবসায়ীরা জানান, অনেক সময় বর্ষণে সড়ক তলিয়ে দোকান পর্যন্ত গড়িয়ে আসে পানি। দোকানের সামনে দিয়ে যাতায়াতে চরম দূর্ভোগ সৃষ্টি হয়।

সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ জানান, এ দূর্ভোগ সাময়িক। তবে ভারী বর্ষণের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়। বৃষ্টি কমলেই রাস্তা থেকে পানি নেমে যায়।

নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম মিয়া বলেন, ভারী বৃষ্টি হলে পানি আধা ঘণ্টা বা বিশ মিনিট থাকতে পারে। আমরা বৃষ্টির সময় ও পরে টিম পাঠিয়ে ত্রুটিগুলো খোঁজার চেস্টা করেছি।

তিনি আরও জানান, ড্রেনের পাশে ব্যক্তিগত কনস্ট্রাকশনের বালি রাখায় সেগুলো ড্রেনের ভেতরে পড়ে যায়। এ কারণে পানি নিস্কাশনে সমস্যা হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমরা এগুলো প্রতিনিয়তই মনিটরিং এবং পরিস্কার করি।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, পৌরসভা ভবনের দক্ষিণে বালি ভরাটের কারণে একটি আউটলেট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এছাড়া বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের কারণে আমাদের অনেকগুলো আউটলেট বন্ধ হয়ে আছে। আমরা আরও দুটি আউটলেট করার চেষ্টা করছি। আউটলেট দুইটি করা হলে আশা করছি খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।