ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র কামালের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র কামালের ইন্তেকাল আহসান হাবীব কামাল।

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবীব কামাল (৬৮) ইন্তেকাল করেছেন।

শনিবার (৩০ জুলাই) দিনগত রাত ১১টার দিকে ঢাকার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার ছেলে কামরুল আহসান রুপম।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ জানান, সাবেক মেয়র কামাল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন।  রাতে বাসায় অসুস্থ হয়ে পড়লে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার সাবেক মেয়র কামালের ছেলে কামরুল আহসানের বরাত দিয়ে বলেন, রোববার (৩১ জুলাই) কামালের মরদেহ নিয়ে বরিশাল নগরের কালুশাহ সড়কের বাসভবনের উদ্দেশে রওনা হবেন তারা। সেখানে পৌঁছার পর জানাজার সিদ্ধান্ত নেওয়া হবে। জানাজা শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হবে।

আহসান হাবিব কামাল বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক মৎস্যবজীবী বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি বরিশাল পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন বলে জানিয়েছেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান আনিচ।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।