ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাসিকের জনসংখ্যা ৯ লাখ ৬৭ হাজার ৭২৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
নাসিকের জনসংখ্যা ৯ লাখ ৬৭ হাজার ৭২৪

নারায়ণগঞ্জ: বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।

জনশুমারি ও গৃহগণনায় দেশের জনগোষ্ঠীর এ ফলাফল পাওয়া যায়।

বুধবার (২৭ জুলাই) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত দেশের সিটি করপোরেশন এলাকার জনসংখ্যার ফলাফল থেকে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকার জনসংখ্যা নয় লাখ ৬৭ হাজার ৭২৪ জন। এ মধ্যে পুরুষের সংখ্যা চার লাখ ৯৯ হাজার ৮৫৪ জন ও নারীর সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৭৭১ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের রয়েছেন আরও ৯৯ জন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।