ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনীতে বজ্রপাতে কৃষক নিহত ২, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
গাংনীতে বজ্রপাতে কৃষক নিহত ২, আহত ২ প্রতীকী ছবি

মেহেরপুর: গাংনী উপজেলার কাজিপুর ও হাড়াভাঙ্গা গ্রামে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরের দিকে পৃথক এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, গাংনীর কাজিপুর গ্রামের মুন্সিপাড়া এলাকার বজলুর রহমান ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫) ও হাড়াভাঙ্গা গ্রামের আকরাম হোসেন (৬৫)।

আহতরা হলেন, কাজিপুর মুন্সিপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে হাউস আলী (৫৫) ও ব্রজপুর গ্রামের মুন্নাফ আলী (৪৫)।

স্থানীয় স্কুল শিক্ষক তানজুমান হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুর ১টার দিকে মুন্সিপাড়ার মাঠে জাহাঙ্গীর, আলীসহ বেশ কয়েকজন কৃষক পাট মাথায় করে নিয়ে আসছিলেন। পথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে দু’জনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে ও পরে সেখান থেকে কুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। কুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীরের মৃত্যু হয়। আলী বামন্দীর ক্লিনিকে চিকিৎসাধীন।

একই সময়ে হাড়াভাঙ্গা গ্রামে মাঠে কাজ করছিলেন আকরাম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন মুন্নাফ আলী।

নিহতের ভাই আলমগীর হোসেন বলেন, কুমেক হাসপাতাল থেকে জাহাঙ্গীরের মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

>> সুনামগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।