ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা বিভাগে জনসংখ্যা বেড়েছে ৩ কোটির বেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
ঢাকা বিভাগে জনসংখ্যা বেড়েছে ৩ কোটির বেশি ছবি: ডিএইচ বাদল

ঢাকা: গত ১০ বছরে ঢাকার জনসংখ্যা বেড়েছে ৩ কোটি ৩০ লাখ ৮ হাজার ৭৭৭ জন। সর্বশেষ ২০১১ সালের জনশুমারি অনুযায়ী অবিভক্ত ঢাকার জনসংখ্যা ছিল ৬৯ লাখ ৭০ হাজার ২০৫ জন।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই জরিপের প্রাথমিক প্রতিবেদনের ফলাফল পাঠ করেন প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

এবারের শুমারি অনুযায়ী, সর্বাধিক জনসংখ্যা ঢাকা বিভাগে মোট জনসংখ্যা ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন। যার মধ্যে পুরুষ, নারী ও হিজড়ার সংখ্যা যথাক্রমে ২ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ৮২২ জন, ২ কোটি ১৭ লাখ ২১ হাজাএ ৫৫৬ জন ও ৪ হাজার ৫৭৭ জন।

২০২২ সালের জনশুমারি থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকার দুই সিটি কর্পোরেশনের মধ্যে সর্বোচ্চ উত্তর সিটি কর্পোরেশনের জনসংখ্যা ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন।

দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংখ্যা ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫ জন। আর, ঢাকা বিভাগের অধীন গাজীপুর সিটি কর্পোরেশনের জনসংখ্যা ২৬ লাখ ৭৪ হাজার ৬৯৭ জন।

প্রতিবেদনে প্রাপ্ত ফলাফল অনুযায়ী জনসংখ্যার ঘনত্বেও ঢাকা চ্যাম্পিয়ন। ঢাকা বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ২১৫৬ জন। সিটি কর্পোরেশনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯৩৫৩ জন), সর্বনিম্ন রংপুর সিটি কর্পোরেশন (প্রতি বর্গকিলোমিটারে ৩৪৪৪ জন)।

এছাড়া জনসংখ্যা বৃদ্ধির হারেও এগিয়ে আছে ঢাকা বিভাগ। এই বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ (১.৭৪ শতাংশ) সর্বনিম্ন বরিশালে (০.৭৯ শতাংশ)।

পরিকল্পনামন্ত্রী এ কে এম আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২৭ জুলাই, ২০২২
এমকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।