ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক মানুষ ৩৭ শতাংশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক মানুষ ৩৭ শতাংশ 

ঢাকা: দেশের মোট জনগোষ্ঠীর প্রাপ্তবয়স্কদের মধ্যে (১৮ বছর ও এর উপরে) ৩৭ দশমিক ০১ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে ৪৬ দশমিক ৫৩ শতাংশ পুরুষ এবং ২৮ দশমিক ০৯ শতাংশ নারী।

পাঁচ বছরের ও তার বেশি বয়সীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী ৩০ দশমিক ৬৮ শতাংশ। তাদের মধ্যে পুরুষ ৩৮ দশমিক ০২ শতাংশ এবং নারী ২৩ দশমিক ৫২ শতাংশ।

জনশুমারি ও গৃহগণনার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে প্রকল্প পরিচালক দিলদার হোসেন এসব তথ্য জানান।

এর আগে, সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। যা চলে ২৮ জুন পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এমকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।