ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় নিহত ১ 

নেত্রকোনা: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নেত্রকোনায় প্রতিপক্ষের লোকজনের হামলায় সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ঠেকাতে গিয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।

আহতদের নাম পরিচয় জানা সম্ভব যায়নি।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামে এ ঘটনা ঘটে।  

এসব তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন।

পুলিশ জানায়, ডুমদি গ্রামের সেলিম মিয়ার সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোহেল মিয়া গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিরোধপূর্ণ ওই জমিতে কাজ করছিলেন কৃষক সেলিম। এসময় সোহেল লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে সেলিমের ওপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। ঠেকাতে গিয়ে আহত হন আরও কয়েকজন। এ অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেলিম মারা যান।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।