ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে শিশু ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
কক্সবাজারে শিশু ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ৯ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৬ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

একইসঙ্গে আসামীদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে দেওয়া হয়েছে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একরামুল হুদা। তবে সাজাপ্রাপ্ত তিন জন পলাতক। তারা হলো- রায়ে নুরুল আলম, হেলাল উদ্দিন ও মমতাজ মিয়া।  

জানা গেছে, ২০০৩ সালে টেকনাফের দক্ষিণ লেদা এলাকায় সাড়ে ৯ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে একই এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল আলম, জালাল আহমেদের ছেলে হেলাল উদ্দিন, কলিমের ছেলে মমতাজ মিয়া ও আবুল কাশেমের ছেলে নুর মোহাম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলার দীর্ঘ বিচার কার্যক্রম শেষে মঙ্গলবার আদালত রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একরামুল হুদা জানান, ওই মামলার আসামি নুর মোহাম্মদ মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন জনই পলাতক।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এসবি/এসএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।