ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরিত্যক্ত ঘরে পড়েছিল নিখোঁজ নারীর মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
পরিত্যক্ত ঘরে পড়েছিল নিখোঁজ নারীর মরদেহ 

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে বিবি খাদিজা (৫৫) নামের এক নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।  

রোববার (২৪ জুলাই) সকালে রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সে রামগড় পৌরসভার বল্টু রাম গ্রামের মো. নুরুল আলমের স্ত্রী।

খাদিজার বড় ছেলে নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ঘুম থেকে ওঠার পরই তার মাকে আর দেখতে পাননি। এ ঘটনায় ওইদিনই থানায় নিখোঁজ-ডায়রি করা হয়। রোববার সকালে দুর্গন্ধের সূত্র ধরে স্থানীয় লোকজন পরিত্যক্ত একটি ঘরে অর্ধগলিত নারীর লাশ দেখতে পেয়ে রামগড় থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মধ্যবয়সী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রামগড় থানায় মামলা প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।  

বাংলাদেশ সময়ঃ ২১১১ ঘন্টা, জুলাই ২৪, ২০২২
এডি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।