ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমারের আপত্তি খারিজ করে দেওয়ায় স্বাগত জানিয়েছে বাংলাদেশ।  

শুক্রবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানায়।



আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যার বিচার: মিয়ানমারের আপত্তি খারিজ আইসিজের

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আইসিজে রায়ে আইনি এবং পদ্ধতিগত ভিত্তিতে মিয়ানমারের চারটি প্রাথমিকভাবে আপত্তি প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ মনে করে এ রায় আন্তর্জাতিক ন্যায়বিচার ও জবাবদিহিতার প্রশ্নে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে রোহিঙ্গাদের অধিকার পুনরুদ্ধার করে মিয়ানমারে তাদের নিজ গৃহে টেকসই প্রত্যাবাসনে আস্থাও তৈরি হবে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমারের আপত্তি খারিজ করে দিয়েছেন।  

শুক্রবার (২২ জুলাই) নেদারল্যান্ডসের স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) এ রায় পড়ে শোনান আইসিজে সভাপতি বিচারপতি জোয়ান ই ডনোগু।

এর ফলে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানিতে আর কোনো বাধা থাকল না।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।